ডায়ালসিলেট ডেস্ক :: জাতীয় যুব দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা ও মহানগরে আয়োজনে আলোচনা সভা ও যুব র্যালী অনুষ্ঠিত হয়।
সোমবার (১লা নভেম্বর) বাদ যোহর নগরীতে পুলিশি বাধা উপেক্ষা করে জাতীয় যুব দিবসে যুব আন্দোলন র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুব র্যালী উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নযীর আহমদ। র্যালীতে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, জেলা সহ সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, নগর সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ সভাপতি রায়হান বিন আজমল ও সাধারণ সম্পাদক মকবুল হোসাইন প্রমুখ।