সিলেট নগরীতে সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১

সিলেট নগরীতে সেফটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ডায়ালসিলেট ::সিলেট নগরীর বালুচরে সেফটিক ট্যাংকে পড়ে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নগরীর বালুচর জোনাকী এলাকার ভাড়াটিয়া হায়েব উল্লার ৬ বছর বয়সী শিশু পুত্র রাহিম মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল থেকে নিখোঁজ হয়। আশপাশের সম্ভাব্য সব স্থানে খোঁজাখোঁজি করেও তাকে না পেয়ে এক পর্যায়ে পার্শবর্তী সেফটিক ট্যাংকে তাকে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়।

বাসার মালিক রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করেছেন।

এ বিষয়ে জানতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার অফিসার ইনচার্জ সৈয়দ অনিসুর রহমানকে কল দিলে তিনি রিসিভ করেন নি।

ডায়ালসিলেট এম/

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ