ডায়ালসিলেট ডেস্ক :: দুইবাংলার জনপ্রিয় ছড়াকার সন্তু চৌধুরী বলেছেন, ‘জয়বাংলা একটি চেতনার নাম, এই চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এখানে ছদ্মবেশী কেউ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তা না হলে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনা বার বার ঘটবে এবং আমাদের বন্ধনে আঘাত করবে।’
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে ১৯৪তম নিয়মিত মাসিক সাহিত্য আসরে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানিং সিলেট ডটকমের সম্পাদক কবি মিজান মোহাম্মদ’র উপস্থাপনায় আসরে বক্তব্য ও লেখাপাঠে অংশ নেন বিশিষ্ট ছড়াকার ও কবি সুমন বনিক, সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক ও কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি কামরুজ্জামান হেলাল, সাংগঠনিক সম্পাদক কবি প্রশান্ত লিটন, কবি মোঃ ফজলুল হক, কবি কামাল আহমদ, গীতিকবি ফরিদ আহমদ, কবি হেলাল আহমদ, ধুলু ধর প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- ফারজানা বৃষ্টি, অর্ঘ্য রায় ও তাহির মিয়া। আসরে ১৯৩তম নিয়মিত মাসিক সাহিত্য আসরের সেরা লেখক কবি কামাল আহমদকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।