প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২১
স্পোর্টস ডেস্ক::দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের কাজটা সেরে রেখেছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের বিপক্ষে বেশ বড় ব্যবধানে জয়ের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের বিপক্ষে জয় ঠিকই পেল তারা। কিন্তু প্রয়োজনীয় রান রেটটা অর্জন হলো না তাদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ‘গ্রুপ-ওয়ান’ থেকে সেমিফাইনালের টিকিট পেলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
মৃত্যুকূপ খ্যাত গ্রুপে সমান চার জয় দিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ পয়েন্ট করে। ২.৪৬৪ নেট রান নিয়ে গ্রুপ সেরা ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার নেট রান রেট ১.২১৬।
ইংল্যান্ডের বিপক্ষে জয় শেষে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট দাঁড়ায় ০.৭৩৯-এ। শনিবার শারজায় দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আগে ব্যাটিং শেষে রাসি ভ্যান ডার ডুসেনের হার না মানা ৯৪ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৮৯/২-এ। জবাবে ১৭৯/৮-এ থামে ইংল্যান্ড। শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ছিল ১৪ রানের। তবে ওভারের শুরুর টানা তিন বলে উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিকের গৌরব কুড়ান কাগিসো রাবাদা। শেষ তিন বলে দেন তিনটি সিঙ্গেল। প্রোটিয়া পেসার একে একে সাজঘরে ফেরান ক্রিস ওকস, এউইন মরগান ও ক্রিস জর্ডানকে। যদিও ৪ ওভারের স্পেলে ৪৮ রান দেন রাবাদা।
আবধাবিতে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। টসে হেরে আগে ব্যাটিংয়ে উইন্ডিজের সংগ্রহ ছিল ১৫৭/৭। জবাবে ২২ বল হাতে রেখে টার্গে পার করে অজিরা। ডেভিড ওয়ার্নার করেন অপরাজিত ৮৯ রান। মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫৩।
সুপার টুয়েলভের অপর গ্রুপে টানা চার জয়ে সবার আগে সেমিফাইনালে পৌছে যায় পাকিস্তান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাবর আজমের দল।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech