প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২১
বিনোদন ডেস্ক;:সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে বিপাকে পড়েছেন চিত্রনায়িকা বিপাশা কবির। সম্প্রতি তার ফেসবুক পেজটি হ্যাক্ড হয়েছে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে বেশ বিব্রত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি বা পেজ হ্যাক হলে মানসিক এক যন্ত্রণার মধ্যদিয়ে যেতে হয়। বিপাশা কবিরও এক মানসিক যন্ত্রণার মধ্যদিয়ে সময় পার করছেন। হ্যাক্ড হওয়া ফেসবুক পেজটি থেকে কে বা কারা ফটো স্টোরিতে যুক্ত করছেন অশ্লীল ছবি। শুধু তাই নয়, পেজটি থেকে ম্যানেজার পরিচয় দিয়ে কিছু নির্মাতার সঙ্গে যোগাযোগও করছেন সেই হ্যাকার। দিনের পর দিন এই ঘটনায় বিরক্ত এই অভিনেত্রী।বিপাশা বলেন, এর থেকে মানসিক যন্ত্রণা আর হতে পারে না। বিভিন্ন ধরনের বাজে ছবি প্রকাশ করছে অনবরত। যেটা খুবই খারাপ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, পরিচিতদের প্রশ্নের মুখে পড়ে গেছি। একজন চিকিৎসক শখ করেই বিপাশা কবির নামে এই ফেসবুক পেজটি চালু করেছিলেন বিপাশা কবির। পরে সেই পেজটিতে আরেকজন অ্যাডমিন হওয়ার জন্য অনুরোধ করেন। তারা দুজন মিলে ফেসবুক পেজটি দেখভাল করতে থাকেন। সবকিছু ঠিকমতো চললেও হঠাৎ দ্বিতীয় ব্যক্তির কাছ থেকেই পেজটি হ্যাক্ড হয়। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির আইটেম গানে অংশ নিয়ে রুপালি পর্দায় যাত্রা শুরু করেন বিপাশা কবির। এরপর অনেক ছবিতে আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে চলচ্চিত্রের প্রধান নায়িকা হিসেবে কাজ করেছেন। তার হাতে রয়েছে ‘পরাণে পরাণ বান্ধিয়া’, ‘যে দিনে’, ‘গিভ অ্যান্ড টেক’সহ বেশকিছু সিনেমা। এর বাইরে আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে তার। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলো করবেন বলে জানালেন এ নায়িকা।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech