আন্তর্জাতিক ডেস্ক::রবিবার প্রাদেশিক গভর্নর এবং পুলিশ প্রধান সহ মোট ৪৪ জন সদস্যকে প্রধান ভূমিকায় নিযুক্ত করেছে তালেবান। আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা এবং অর্থনৈতিক সমস্যার সাথে মোকাবিলা করার জন্য তার শাসনব্যবস্থাকে সংহত করার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।সেপ্টেম্বরে মন্ত্রিসভা গঠনের পর এটিই প্রথম বড় আকারের নিয়োগের ঘোষণা । তালেবান তাদের সদস্যদের নতুন ভূমিকার তালিকা প্রকাশ করেছে, দেখা যাচ্ছে যার মধ্যে কাবুলের গভর্নর হিসেবে কাজ করার জন্য দায়িত্ব পেয়েছেন ক্বারি বরয়াল এবং শহরের পুলিশ প্রধান হিসেবে ওয়ালি জান হামজাকে বেছে নেওয়া হয়েছে ।কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা আগের কমান্ডার, মাওলাওয়ি হামদুল্লাহ মুখলিস, এই মাসে কাবুলের কেন্দ্রস্থলে আফগানিস্তানের বৃহত্তম সামরিক হাসপাতালে একটি হামলায় নিহত হন।তালেবানরা ১৫ আগস্ট আফগানিস্তানের দখল নেয়। কিন্তু কয়েক দশকের যুদ্ধের পর দেশের মানুষকে শৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিতে গিয়ে চড়াই -উতরাইয়ের মুখোমুখি নতুন তালেবান সরকার ।দায়েশ সারাদেশে একের পর এক হামলা চালিয়েছে, যখন অর্থনীতি প্রবল সঙ্কটের মুখে । অন্যান্য রাজনৈতিক খেলোয়াড়দের সাথে আলোচনার জন্য আন্তর্জাতিক আহ্বান জানানো হয়েছে তালিবান গোষ্ঠীকে। সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যালঘু এবং নারীদের -ও প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ডায়ালসিলেট এম/