রাজধানীতে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২১

রাজধানীতে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

ডায়ালসিলেট ডেস্ক :: রাজধানীর লালবাগে দেয়ালচাপায় জিহাদ (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশুর বাবা নাজির হোসেন জানান, জিহাদ ওয়েস্টিন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তিনি সকালে তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। স্কুলে যাওয়ার পথে একপর্যায়ে লালবাগ কোয়াটারের সামনে পৌঁছালে হঠাৎ দেয়াল ভেঙে জিহাদ চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ