প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২১
স্পোর্টস ডেস্ক::নর্দান গ্যালারির কাঁটাতারের বেড়া বেয়ে উঠে যাচ্ছেন এক দর্শক। সেটি টপকে ছুটলেন মাঠের দিকে। তাকে থামাতে পিছু পিছু ছুটছেন পাঁচ/ছয় জন মাঠকর্মী। কিন্তু ওই দর্শক তাদেরকে পেছনে ফেলে চলে যান উইকেটের সামনে। তাকে দেখে মাঝ মাঠের দিকে ছুটে যেতে থাকেন সব খেলোয়াড়। একটু এগিয়ে এসে বাধা দেয়ার চেষ্টা করেন আম্পায়ার তানভির আহমেদ। তার কাছাকাছি ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। ওই দর্শক বাঁহাতি এই পেসারের কাছে গিয়ে মাটিতে চুমু খান।এরপর একজন নিরাপত্তা কর্মী তাকে টানতে টানতে কিউরেটরের কক্ষের পাশের গেট দিয়ে বাইরে নিয়ে যান। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ভেঙে গেছে বিসিবি’র জৈব সুরক্ষা বলয়। তাতেই মোস্তাফিজকে মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয়। বায়ো-বাবলের প্রোটকল মেনে তাকে থাকতে হবে আইসোলেশনে। করাতে হবে করোনা পরীক্ষাও। সেই সঙ্গে পাকিস্তান দল যদি আপত্তি করে তাহলে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি খেলা নাও হতে পারে দেশসেরা এই পেসারের। ফিজকে বিপদেই ফেলেছেন তার ভয়ঙ্কর ভক্ত। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘জৈব সুরক্ষা বলয় ভেঙেছে এটাতো নিশ্চিত। তবে মোস্তাফিজকে দর্শক সেইভাবে জড়িয়ে ধরতে পারেনি। দেখার বিষয় পাকিস্তান ক্রিকেট দল কোনো আপত্তি করে কিনা। এরপরও আমরা সতর্ক। নিয়ম অনুসারে সব ক্রিকেটারের করোনা টেস্ট করানো হবে।’
করোনাভাইরাস মহামারির কারণে ৬১৮ দিন মাঠে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল। অবশেষে পাকিস্তান সিরিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাঠে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক প্রবেশের অনুমোদন দেয়। কিন্তু করোনা নিরাপত্তার কথা ভেবে গ্যালারির প্রথম তলা একেবারেই খালি রাখা হয়। তাই সেখানে নিরাপত্তাও ছিল কিছুটা ঢিলেঢালা। তারই সুযোগ নিয়ে মাঠে প্রবেশ করেন সেই দর্শক। পরে তাকে নিরাপত্তা কর্মীরা মাঠ থেকে বের করে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়। দেবাশিষ চৌধুরী বলেন, ‘পাকিস্তান আপত্তি করতে পারে সেটা স্বাভাবিক। তবে এমনিতেই কাল (আজ) মাঠে খেলা নেই। নিয়ম অনুসারে দুই দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হবে। এছাড়াও কোভিড-১৯ ম্যানেজম্যান্ট আছে তারাও নিজেদের মতামত দেবেন।
তবে আমি মনে করছি না বড় কোনো সমস্যা হবে। তবে এখনই সঠিক কোনো মন্তব্য করতে পারছি না।’ এদিকে গতকাল সন্ধ্যার পর এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় ওভারে বল করার সময় শরীরে পার্শ্বটান অনুভব করেন মোস্তাফিজ। আজ তার চোটের সর্বশেষ অবস্থা দেখা হবে।
এর আগে ২০১৬ তে প্রথম মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটে। সেবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাশরাফি বিন মুর্তজাকে মাঠে ঢুকে জড়িয়ে ধরেন এক দর্শক। এরপর সিলেটে এমন ঘটনার মুখোমুখি হন মুশফিকুর রহীম ও চট্টগ্রামে তামিম ইকবাল। তবে সেবার করোনা ভাইরাসের এই মহামারির সময় ছিল না। সর্বশেষ গতকালের ঘটনায় শুধু জৈব সুরক্ষা বলয়ই ভাঙেনি আরো একবার মাঠের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নও তৈরি হয়েছে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech