নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল, পুলিশি হামলার অভিযোগ

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২১

নয়াপল্টনে রিজভীর নেতৃত্বে মশাল মিছিল, পুলিশি হামলার অভিযোগ

ডায়ালসিলেট ডেস্ক::দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগ দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ওই মশাল মিছিল শুরু হয়।

মিছিলে পুলিশি হামলার অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তিনি জানান, মিছিলটি কিছুদূর এগিয়ে গেলেই পুলিশ বিনা উস্কানিতে তাতে হামলা চালায়।

মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ