প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক::কাগজে-কলমে ‘দেশের প্রধান’ তকমা নয়, বরং দেশের প্রধান সেবক হতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার ৮৩তম ‘মন কি বাত’-এ সে কথাই তুলে ধরলেন তিনি। সেখানে প্রাসঙ্গিকভাবেই উঠে এলো উত্তরপ্রদেশের কথা। স্বাধীনতা যুদ্ধে এবং তার পরবর্তী সময়েও উত্তরপ্রদেশ কীভাবে দেশকে সমৃদ্ধ করেছে তার ব্যাখ্যা দিলেন তিনি। উঠে এলো স্টার্ট আপের প্রসঙ্গও। প্রধানমন্ত্রীর কথায়, গত কয়েক মাসে বিশ্বের দরবারে ভারতকে এক নয়া পরিচিত দিয়েছে এই স্টার্ট আপ। এনেছে বিশাল অঙ্কের লাভ ও বিনিয়োগ। এদিন তিনি আরও একবার মনে করিয়ে দিলেন, তিনিই দেশের ‘প্রধান সেবক’। করোনা প্রসঙ্গে সতর্ক করে দিয়ে বললেন, ‘করোনা এখনো শেষ হয়ে যায়নি, আমাদের সতর্ক থাকতে হবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনের কথা নিয়ে বেতারে নিয়মিত প্রচারিত মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’। এ অনুষ্ঠানের হোস্ট তিনি। জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্যে ২০১৪ সালে শুরু করা এ অনুষ্ঠান প্রচারিত হয় অল ইন্ডিয়া রেডিও, ডিডি ন্যাশনাল ও ডিডি নিউজে।
অনুষ্ঠানের ৮৩তম অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি আজও ক্ষমতায় নেই। ভবিষ্যতেও ক্ষমতা দখল করতে চাই না। আমি শুধু সেবা করে যেতে চাই। আমার কাছে এই পদ, এই প্রধানমন্ত্রিত্ব-এসব ক্ষমতার জন্য নয়। এটা শুধু সেবার জন্য আছে।’
আগামী মাসে নৌবাহিনী দিবস এবং জাতীয় পতাকা দিবস পালিত হবে। এই শুভ মুহূর্তে তিনি বলেন, ‘সেনার বীর জওয়ান ও তাদের মায়েদের আত্মত্যাগের জন্য কুর্নিশ জানাই। বিশ্বের মধ্যে ভারতই প্রথম, যেখানে প্রত্যন্ত গ্রামেও ড্রোনের মাধ্যমে জমির জরিপ করা হয়। ভারতই প্রথম, যারা জমির ডিজিটাল রেকর্ড রাখছে। ২০১৫ সালে মাত্রটি ১০-১৫টি স্টার্ট আপ ছিল। এখন ৭০টির বেশি স্টার্ট আপ রয়েছে দেশে। গত ১০-১২ মাসে যাদের মূল্য ১ বিলিয়নের চেয়ে বেশি।’
রাজেশ কুমার প্রজাপতি নামে ৪৯ বছরের এক ব্যক্তি জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আয়ুষ্মান কার্ডের আওতায় তার চিকিৎসা হয়েছে। সেই কার্ড না থাকলে প্রচুর খরচ পড়ত। তার এক টাকাও খরচ হয়নি। এ কর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাজেশ।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech