ডায়ালসিলেট ডেস্ক::আরেকটি সেঞ্চুরি থেকে মাত্র ৯ রান আগে থামতে হলো আবিদ আলিকে (৯১ রান)। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। প্রথম ইনিংসে করেন ১৩৩ রান। এক িটেস্টে জোড়া শতকের খুব কাছ থেকে ফিরতে চাননি। রিভিউ নিয়েছিলেন। তবে আম্পায়ারের সিদ্ধান্ত আর বদলায়নি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮১ রান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ২০২ রান। আজহার আলি ৬ ও বাবর আজম অপরাজিত রয়েছেন ৯ রানে।

অবশেষে সাফল্যের দেখা পেল বাংলাদেশ
একটি উইকেটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা বাংলাদেশের বোলারদের। পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক বোলারদের কোনো সুযোগই দিচ্ছিলেন না। দীর্ঘ সময় পর ভুল করলেন আব্দুল্লাহ। মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরলেন অভিষিক্ত ওপেনার। তার আগে করেন ৭৩ রান। অভিষেক টেস্টেই জোড়া হাফসেঞ্চুরি করলেন আব্দুল্লাহ। প্রথম ইনিংসে করেন ৫২ রান। প্রথম ইনিংসে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ১৪৬ রানে। এবার ১৫১ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৩৩০ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৮৬ রানে। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে থামে বাংলাদেশ।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *