আজ শনিবার একই সাথে অমাবস্যা ও সূর্যগ্রহণ

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১

আজ শনিবার একই সাথে অমাবস্যা ও সূর্যগ্রহণ

 

ডায়ালসিলেট :: আজ শনিবার ৪ ডিসেম্বর এক বিশেষ ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা। সেদিন একই সঙ্গে শনি অমাবস্যা ও সূর্যগ্রহণ হতে চলেছে। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

 

সূর্যগ্রহণ সব সময় অমাবস্যার দিন হয়ে থাকে। সেই কারণে জ্যোতিষ অনুসারে সূর্য গ্রহণের দিন নানা সাবধানতা অবলম্বন করা জরুরি। এই সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন আগে চন্দ্রগ্রহণ ছিল। সেদিনটা ছিল আবার কার্তিক পূর্ণিমা। আজ শনিবারের সূর্যগ্রহণই হতে চলেছে এই বছরর শেষ গ্রহণ। ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।

 

তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুধুমাত্র দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা ছাড়াও দক্ষিণ আটলান্টিকের কিছু অংশে দৃশ্যমান হবে। এদিন অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে।

 

এদিকে সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১.২৯ মিনিটে। পূর্ণগ্রাস শুরু হবে দুপুর ১টা থেকে। পূর্ণগ্রাস সম্পন্ন হবে দুপুর ১.৩৩ মিনিটে। দুপুর ২.০৩ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হবে। ৩.৩৭ মিনিটে আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। মোট, ৪ ঘণ্টা ৮ মিনিট স্থায়ী হবে এই গ্রহণকাল।

 

জ্যোতিশাস্ত্র মতে

১. এইদিন সূর্যগ্রহণ ও শনি অমাবস্যা যেহেতু একসঙ্গে পড়ছে, সেই কারণে সেদিন শনির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু না কেনাই ভালো। যেমন সর্ষের তেল, অরহড় ডাল, লোহা, কালো কাপড় এদিন ভুলেও কিনবেন না। এই পরামর্শ না মানলে নানা অশুভ শক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে। গ্রহণ চলাকালীন এই সব জিনিস কাউকে দান করলে আপনি শুভ ফল লাভ করবেন। এর ফলে শনির দশা কেটে যাবে বলে বিশ্বাস।

 

২. গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বিশেষ ভাবে সাবধান থাকা জরুরি। গ্রহণ চলাকালীন কোনও ধারালো জিনিস থেকে দূরে থাকুন। গ্রহণের সময় কখনোই ঘরের বাইরে বেরোবেন না। এই সময় সূঁচ সুতো দিয়ে কিছু করবেন না। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাবার ও পানীয় গ্রহণ করতেও বারণ করেন জ্যোতিষীরা।

 

৩. শনিশ্চরী অমাবস্যার সঙ্গে রয়েছে সূর্য গ্রহণ। সেদিন ভুলেও কোনও দরিদ্র অসহায় মানুষকে কষ্ট দেবেন না। সেদিন গরীব মানুষদের কষ্ট দিলে আপনি শনির বিশের ক্রোধের মুখে পড়বেন।

 

৪. সূর্য গ্রহণ চলাকালীন কোনও রকম তর্ক বিতর্কের মধ্যে জড়াবেন না। এর ফলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে এবং সূর্য গ্রহণের অশুভ শক্তি আপনার মধ্যে বাসা বাঁধবে। এই সময় নিজের মন শান্ত রাখতে হবে।

 

৫. গ্রহণ চলাকালীন ভুলেও গোঁফ দাড়ি কাটবেন না বা চুল কাটবেন না। এই সময় রান্না করা বা কিছু খাওয়া উচিত নয়।

 

ভারত কিংবা বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। তবে প্রযুক্তির সাহায্য়ে এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই সূর্যগ্রহণ দেখা সম্ভব। এ সূর্যগ্রহণ লাইভ সম্প্রচার করবে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

 

0Shares