ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটে পালিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। রবিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চৌহাট্রাস্থ সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশুকল্যাণ কেন্দ্রের মিলনায়তনে আলোচনা সভা, সেরা ইউনিট স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী পালন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতি রেড ক্রিসেন্টের যুব সদস্যরা নিজের খেয়েপরে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে। যার প্রমাণ হিসেবে করোনা ভাইরাসের কারণে যখন সবাই ঘরবন্দী। ঠিক তথন দিনরাত তারা বাইরে থেকে স্বাস্থ্যবিধি ও ভাইরাস মোকাবেলায় মাঠে-ময়দানে বিরামহীন কাজ কর গেছে।

 

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সাবেক যুব প্রধান ও আজীবন সদস্য মো. নাজিম খান ও বর্তমান যুব প্রধান শাহনূর চৌধুরী সাথীর যৌথ পরিচালনায়  উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট কেন্দ্রীয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য মস্তাক আহমদ পলাশ, সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল, জেবুন্নেছা হক, ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সোয়েব আহমদ, মজির উদ্দিন, সৈয়দা আজীবন সদস্য আব্দুল বাতিন ফয়সল, আমিনুর রহমান পাপ্পু, রেড ক্রিসেন্টের উপ-পরিচালক মো. আব্দুস সালাম, হিসাব রক্ষণ কর্মকর্তা ফারহান আহমদ।

 

পরে দেশসেরা স্বেচ্ছাসেবক বদরুল আজাদ শুভ, ইউনিট সেরা ১০জন স্বেচ্ছেসেবকদের হাতে সম্মাননা সনদ ও ম্যাডেল তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *