প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে সারা দেশের জনজীবন। রোববার থেকে টানা বৃষ্টিপাত হয় সোমবার বিকাল পর্যন্ত। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ উপকূলে পৌঁছার আগেই শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। লঘুচাপে পরিণত হওয়ার পর তা এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে বৃষ্টি ঝরিয়ে যাচ্ছে। দেশের প্রায় সব এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ওদিকে বৃষ্টির কারণে রাজধানীতে কর্মমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। একটানা বৃষ্টি ঝরতে থাকায় অনেকে কাকভেজা হয়ে কর্মস্থলে যান। যানবাহন কম থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। টানা বৃষ্টিতে মিরপুর-১০, মিরপুর-১, কাজীপাড়া, ৬০ ফিট এলাকা, আগারগাঁও এলাকায় সকাল থেকে জলজটের কবলে পড়ে মানুষ।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech