‘মন্ত্রী আমাকে ফোন দিয়েছেন’

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

‘মন্ত্রী আমাকে ফোন দিয়েছেন’

বিনোদন ডেস্ক;:সম্প্রতি ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যেখানে শোনা যায়, অশ্লীল ভাষায় নায়িকা মাহিয়া মাহিকে দেখা করার জন্য বাধ্য করছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। সেখানে কথা বলতে শোনা যায় চিত্রনায়ক ইমনকেও। মূলত প্রতিমন্ত্রী, এ নায়ক ও মাহির কথোপকথনটিই ভাইরাল হয়েছে। এ বিষয়ে ইমন বলেন, একজন মন্ত্রী আমাকে ফোন দিয়েছেন, আমি শুনেছি। এর বাইরে তো কিছু নয়। কিছু খারাপ লোক স্ট্যাটাস দিয়ে আমাকে কালার বানানোর চেষ্টা করছে শুধু। তথ্য প্রতিমন্ত্রী হিসেবে তিনি যেকোনো আর্টিস্টকে ফোন দিতেই পারেন। কিন্তু এমন আচরণ অগ্রহণযোগ্য। আমি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেছি মাত্র। এটা ২০২০ সালের করোনারও আগের ঘটনা। একটি ছবির মহরত অনুষ্ঠানের আগের রাতে ফোন দেন প্রতিমন্ত্রী। আমি কী কোনো নায়িকাকে নিয়ে এভাবে যাবো? এমন কোনো অভিযোগ কেউ আমার বিরুদ্ধে আনতে পারবেন? আমি যে মাহিকে নিয়ে গেছি- এমন কোনো কথা সেখানে নেই। সত্যি বলতে, উনি এত উপরের জায়গায় যে আমি উনার সঙ্গে তর্ক-বিতর্কে যেতে পারবো না। আর পরদিন ছিল আমাদের মহরত। আমরা ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। এরপর উনি আর বিষয়টি নিয়ে তেমন কথা বলেননি।

ডায়ালসিলেট এম/

0Shares