ডায়ালসিলেট ডেস্ক :: বিজয়ের ৫০ বছর লাল সবুজের মহোৎসব স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে রোববার (৫ডিসেম্বর) রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে প্রীতি ফুটসাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

আয়োজিত প্রীতি ফুটসাল প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লং ব্রিজ ওয়ার্ড কাউন্সিলর ফারুক চৌধুরী, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন।

 

এসময় উপস্থিত ছিলেন, শিপু আহমদ, আফছার ওয়েছ, শাহান রব, আহমদ মনির চৌধুরী, সাম্মক রেজা তাকিম, মারজান আহমদ, আকতার আহমদ, জিল্লুর রহমান, মোনজেরিন আহমদ চৌধুরী, মুর্শেদ আহমদ চৌধুরী, তামান আহমদ, তুহিন আহমদ, এজাজ আহমদ সাকি, নূরে আলম নওশাদ, দিপু আহমদ, শিপু আহমদ, শানজিত, পাভেল, মাকিন, আলভি, নিশাত, হোসাইন,  সাইফুল, জিয়া, আদনান আহমদ সুফি, রুহিত, জাওয়াদ, ইফতি প্রমুখ।

 

আয়োজিত প্রীতি ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুব সাবাইকে ধন্যবাদ জানান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *