ভারতে ওমিক্রন ছড়াচ্ছে, তিন রাজ্যে আরও সংক্রমণ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

ভারতে ওমিক্রন ছড়াচ্ছে, তিন রাজ্যে আরও সংক্রমণ

ডায়ালসিলেট ডেস্ক::বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদিও ওমিক্রন নিয়ে বরাভয় দিয়েছে- অতি সংক্রামক হলেও উপসর্গে তেমন ভয়ের কিছু নেই, তবু ভারতীয় স্বাস্থ্য কর্তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। রোববার নতুন করে তিনটি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খবর মিলেছে। এর ফলে ভারতে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা একদিনে ৩৩ থেকে ৩৮ হয়ে গেছে। মহারাষ্ট্র এবং কর্নাটকে আগে ওমিক্রন সংক্রমিতের খবর মিলেছিল। রোববার অন্ধ্রপ্রদেশ, কেরালা এবং চন্ডিগড় থেকেও ওমিক্রন আক্রান্তের খবর আসে। তবে, যারাই ওমিক্রন ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে তারা প্রত্যেকেই বিদেশ থেকে এসেছে। কেউ দক্ষিণ আফ্রিকা, কেউ ইতালি আবার কেউ বৃটেন থেকে। এঁদের মধ্যে কয়েকজন ভ্যাকসিনের দুটি ডোজও নিয়েছেন। মহারাষ্ট্র এবং কর্নাটকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়েছে। মহারাষ্ট্রে চারজন এবং কর্নাটকে তিনজন ওমিক্রন আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রন ভাইরাসকে ডেল্টার থেকে কয়েকগুন বেশি সংক্রামক বলেও জানাচ্ছে যে ওমিক্রন আক্রান্তদের মৃদু উপসর্গ ছাড়া আর কিছু এখনও দেখা যায়নি। বিশ্বের ৬৩টি দেশে এখন পর্যন্ত ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে। দুটি ডোজ এর টিকা নেয়া ব্যক্তিরাও নিরাপদ নয়- হু এই তথ্যও জানিয়েছে।

ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ