প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক;:বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়নের অভিযানে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। মঙ্গলবার পৃথক দুটি অভিযানে এসব উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে দুজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বিজিবি’র রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল ইব্রাহীম ফারুক বলেন, মঙ্গলবার সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি রামু উপজেলার কলঘর নামক স্থানে ক্রিষ্টাল মেথ আইস কেনাবেচা হবে। ওই সংবাদের ভিত্তিতে আমি মরিচ্যা চেকপোষ্টের জেসিও নায়েব সুবেদার মো: মাহমুদুল হাসানসহ ঘটনাস্থলে যাই। তিনি বলেন, ঘটনাস্থলে যাওয়ার পর সেখানে এক ব্যক্তি ক্রিস্টাল মেথ আইস বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা মোটরসাইকেল ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। তখন টহল দলের নায়েক মো: সোহেল রানা তাকে দৌড়ে জাপটে ধরার চেষ্টা করলে তার হাতে কামড় দিয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে টহলদলের বাকি সদস্যরা এলাকার স্থানীয় জনগনের সহযোগিতায় তাকে আটক করেন। এসময় তার হাতে থাকা একটি বালতি তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা। এছাড়া তার কাছ থেকে ১ মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক আসামী ও উদ্ধার করা মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। অধিনায়ক বলেন, একইদিন কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি যোগে প্রচুর পরিমান ইয়াবা পাচার হবে এমন তথ্য আমার কাছে আসে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে গিয়ে একটি সিএনজিটি বিজিবি সদস্যদের মাধ্যমে তল্লাশী করা হলে কিছু পাওয়া যায়নি। পরে ডগ স্কোয়াড দ্বারা তল্লাশি করা হলে ড্রাইভারের সিটের পিছনে বিশেষভাবে লুকানো অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবা বহনকারী সিএনজি, চালক, ১টি মোবাইল ফোন আটক করে নিয়মিত মামালার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech