প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
ডায়ালসিলেট :: পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ড.এ কে মোমেনকে টেলিফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে যখন মার্কিন পররাষ্ট্র টেলিফোন করেন, তখন তিনি বঙ্গভবনে ভারতের রাষ্ট্রপতির অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই টেলিফোনে কথা বলেন মোমেন।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে গত ৫০ বছরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সুসম্পর্ক এবং আগামী বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধির বিষয়ে দুজনই একমত পোষণ করেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্র র্যাব ও এর সাত জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। পরের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে এর ব্যাখ্যা চায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech