ডায়ালসিলেট ::বিদ্রোহী কবিতার শতবর্ষের আবৃত্তি উৎসব মুক্তাক্ষর আবৃতি সংগঠনের আবৃত্তি ও সম্মাননা অনুষ্ঠান গতকাল (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান উদ্ভোধক বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর অনুপস্থিতে আবৃত্তি উৎসবটির উদ্বোধন করেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
ড. এডভোকেট এম শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রিয়াশ্রী করপিউ ও পূনমকর পূজার যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, মুক্তাক্ষর সিলেটের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিমল কর।
মুক্তাক্ষর আবৃতি সংগঠনের পক্ষ থেকে কবিদের সম্মাননা ক্রেস্ট সম্মাননা গ্রহন করেন কবি হ্নষীকেশ রায় শংকর, তারেশ কান্তি তালুকদার, সুমন বণিক, হারানকান্তি সেন, হরিপদ চন্দ, পৃথ্বীশ চক্রবর্তী, দেলোয়ার হোসেন দিলু, মাসুদা সিদ্দিকা রুহী ও ইছমত হানিফা।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা সাগর, সুবর্না আরফিন, চট্টগ্রামের আবৃত্তি শিল্পী সোমা মুৎসুদ্দী, জালাল জয়, সানোয়ারা আক্তার চিনু। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেট, শ্রুতি সিলেট, মৃত্তিকায় মহাকাল, মুক্তাক্ষর নয়া গ্রাম বিয়ানীবাজার, মুক্তাক্ষর দাসগ্রাম বিয়ানীবাজার, মুক্তাক্ষর ছাতক, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ সিলেট, ইউনিক মাল্ডিমিডিয়া স্কুল সিলেট ও সিলেটের স্থানীয় আবৃত্তি শিল্পীবৃন্দ। এছাড়া অনলাইনের মাধ্যমে ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *