আমাকে কুপ দেয়া হয়েছে : রব্বানী, পাপ বাপকেও ছাড়ে না বললেন – নূর

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২১

আমাকে কুপ দেয়া হয়েছে : রব্বানী, পাপ বাপকেও ছাড়ে না বললেন – নূর

 

ডায়ালসিলেট ডেস্ক ::  ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈরে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হয়েছে। ঘটনাটি মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে।

 

রবিবার বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গোলাম রাব্বানী সংবাদ মাধ্যমে জানান, জাল ভোট ঠেকাতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। ‘নির্বাচনে মোশারফ মোল্লার লোকজন প্রকাশ্যে ভোট কেটে নেয়ার চেষ্টা করছিল। পরে আমিসহ কিছু লোক গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলে, আমাকে অস্ত্র দিয়ে কোপ দেয়া হয়।এ ব্যাপারে আমি থানায় অভিযোগ করবো।

 

তবে প্রতিপক্ষের লোকজনের দাবি, রাব্বানী প্রভাব বিস্তারের চেষ্টা করলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

 

এদিকে, সাবেক ভিপি নূর তার ফেসবুক স্টেটাসে লেখেন, ভাগ্যের কি নির্মম পরিহাস। যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে। আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতা-কর্মীদের দ্বারাই হামলার শিকার।

 

স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতা-কর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!

 

যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না। সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।

 

0Shares