স্পোর্টস ডেস্ক::বল দখল কিংবা আক্রমণ- সবদিক থেকেই এগিয়ে ছিল লিভারপুল। দাপুটে পারফরম্যান্সের পর গোটা ম্যাচে অলরেডদের একটাই খাদ, শুরুতেই মোহাম্মদ সালাহর পেনাল্টি মিস। দলের সেরা তারকার ব্যর্থতার রাতে লিভারপুল পায়নি জয়, পরাজিত হয়েছে লেস্টার সিটির কাছে। মঙ্গলবার রাতে কিং পাওয়ার স্টেডিয়ামে ১-০ গোলের জয় পায় স্বাগতিকরা। দলের এমন হারের ব্যাখ্যা নেই কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে।
চার বছর পর পেনাল্টি মিস করলো লিভারপুল। ২০১৭ সালের ২৮শে অক্টোবর শেষবার সালাহই ব্যর্থ হয়েছিলেন স্পটকিক থেকে গোল করতে। এরপর ২১টি পেনাল্টি থেকে গোল করে লিভারপুল, যার শেষ ৯টি গোলই সালাহর। দলের হারে হতাশ কোচ ইয়ুর্গেন ক্লপ।

ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের পার্থক্য নিয়েও উদ্বিগ্ন তিনি। ক্লপ বলেন, ‘ভাবিনি, ম্যানচেস্টার সিটির সঙ্গে আমাদের পয়েন্ট ব্যবধানটা বেড়ে যাবে আজ (মঙ্গলবার)। আজকের ম্যাচের মতো খেললে আমরা তাদের (সিটিকে) ধরার কল্পনাও করতে পারি না। তবে নিজেদের খেলাটা খেলতে পারলে ভিন্ন কথা। আমার কাছে আজকের ম্যাচের সঠিক কোনো ব্যাখ্যা নেই। সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো নয়; বরং আজকের রাতের পারফরম্যান্স আমাকে ভাবাচ্ছে।’ ১৯ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৬ পয়েন্ট পিছিয়ে লিভারপুল, ৪১। চেলসির পয়েন্টও ৪১। আগামী ২লা জানুয়ারি চেলসির মুখোমুখি হবে লিভারপুল।
লেস্টারের মাঠে গোটা ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে গোলবারের উদ্দেশ্যে মোট ২১টি শট নেয় লিভারপুল। যার লক্ষ্যে ছিল ৪টি। অপরদিকে মাত্র ৩৬ শতাংশ বল দখলে রেখে ৬টি শটের ১টি লক্ষ্যে রাখে লেস্টার। ম্যাচের ষোড়শ মিনিটে সালাহ পেনাল্টিটি মিস করেন। তাকে লেস্টারের উইলফ্রেড এনডিডি ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সালাহর স্পটকিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লেস্টার গোলরক্ষক কেস্পার স্মাইকেল। ফিরতি বলে লিভারপুল স্ট্রাইকারের হেড ব্যর্থ হয় ক্রসবারে লেগে। এরপর জর্ডান হেন্ডারসনও শট রাখতে পারেননি লক্ষ্যে।
৫৫তম মিনিটে দলকে এগিয়ে নেয়ার দারুণ সুযোগ নষ্ট করেন সাদিও মানে। দিয়েগো জোতার পাসে সুবিধাজনক জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ৫৯তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় লেস্টার। কাইরনান ডিউসবুরি-হলের স্লাইড থেকে বল পেয়ে আলিসনকে পরাস্ত করেন আদেমোলা লুকমান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *