স্পোর্টস ডেস্ক:;আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান। তার সঙ্গে ২০২১ সালের সেরার দৌড়ে রয়েছেন পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান মালান এবং আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
২০২১ সালে ওয়ানডেতে ৯ ম্যাচে সাকিবের সংগ্রহ ২৭৭ রান, গড় ৩৯.৫৭। হাঁকান দু’টি অর্ধশতক। ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
মে মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য ভালো করতে পারেননি সাকিব। ৩ ম্যাচে ৩ উইকেট নেয়ার পাশাপাশি মাত্র ১৯ রান করেন।
গত জুলাইয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন সাকিব।  জিম্বাবুয়ের মাঠে ওয়ানডে সিরিজটিতে তিন ম্যাচে ১৪৫ রানের পাশাপাশি ৮ উইকেট নেন তিনি। সে সিরিজে এ বছর দ্বিতীয়বারের মতো নিজের সিরিজসেরার পুরস্কার জিতে নেন সাকিব। ওই সিরিজের দ্বিতীয় ম্যাচে হারারেতে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে ম্যাচ জেতান তিনি।

৪২ রানে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। ব্যাট হাতে করেন ৯৬ রান। জিম্বাবুয়ে সফরটিতে স্বাগতিকদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বাংলাদেশ। একটি টেস্ট এবং সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল দুদল। একমাত্র টেস্টে ভালো ব্যাটিং না করলেও বল হাতে সাকিব নেন পাঁচ উইকেট। টি-টোয়েন্টিতে বল হাতে পান তিন উইকেট। ওভারপ্রতি সাতের কম ইকোনমিতে তার নেয়া তিন উইকেট সহজ করেছিল বাংলাদেশের সিরিজ জয়কে। দুর্দান্ত পারফরম্যান্সে সাকিব হন জুলাইয়ে মাসে আইসিসির সেরা ক্রিকেটার।
এই বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এখন পর্যন্ত বর্ষসেরা টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে আইসিসি।
অ্যাওয়ার্ড তালিকা
স্যার গ্যারি সোবার্স পুরুষ বর্ষসেরা ক্রিকেটার
র‌্যাচেল হেহো নারী বর্ষসেরা ক্রিকেটার
পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
পুরুষ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার
নারী বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
নারী বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার
সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার
সেরা নারী উদীয়মান ক্রিকেটার
সহযোগী দলের পুরুষ বর্ষসেরা ক্রিকেটার
সহযোগী দলের নারী বর্ষসেরা ক্রিকেটার
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড
আইসিসি বর্ষসেরা আম্পায়ার

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *