ডায়ালসিলেট ডেস্ক ::১৯৭৮ সালের বিলেতের মাটিতে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলামেলা বার্মিংহাম লিমিটেডের নেতৃবৃন্দ। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।
এক বিবৃতিতে বাংলামেলা বার্মিংহাম লিমিটেডের চেয়ারম্যান মো. জয়নাল আহমেদ, ভাইস চেয়ারম্যান দুদু মিয়া, সেক্রেটারী জেমস রয়, অর্গানাইজার সেক্রেটারী বিপাশা জান্নাত স্বপ্না, মার্কেটিং সেক্রেটারী জাহেদ আহমদ মিন্টু সহ প্রমুখ সদস্যরা বলেন, ইস্ট লন্ডনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর এর উপর সন্ত্রাসী হামলা একটি জঘন্যতম সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধীদের কার্যক্রম কঠোর হস্তে দমন করতে হবে। আর তা না হলে তাদের অপরাধের প্রবণতা দিন দিন বাড়তেই থাকবে। বক্তারা অনতিবিলম্বে এ. কে. আজাদ কনোর এর উপর হামকালীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বক্তারা বলেন, নজরুল ইসলাম (রিয়াদ আহাদ) (কুলাউড়া), আমিরুল ইসলাম বেলাল, আব্দুল চৌধুরী সুমন চিন্তামনি (ওসমানীনগর), হাফিজ কবির আহমদ (গোলাপগঞ্জ), আবু হায়দার চৌধুরী সুইট (গোলাপগঞ্জ), কাজী লোকমান (সিলেটের অস্থায়ী), সুহেল আহমদ (বালাগঞ্জ) সহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসী মিলে প্রবীণ এই নেতার উপর হামলা চালায়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পূণরাবৃত্তি না ঘটে, এজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে বাংলা মেলা বার্মিংহাম লিমিটেডের পক্ষ থেকে কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আগামী ৯ জানুয়ারি বেলা ১টায় আসটোন বার্মিংহাম ভিউ ভিলা কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে এ ঘটনার সাংগঠনিক ব্যবস্থা ও সামাজিক অরাজকতা প্রতিহত করতে সকলের মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে পদক্ষেপ গ্রহণে বিশেষ ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি