প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২
স্পোর্টস ডেস্ক::সময়টা যুতসই কাটছে না লিভারপুলের। প্রিমিয়ার লীগে টানা ৩ ম্যাচ জয়হীন অল রেডরা। লীগ কাপেও নেই ইয়ুর্গেন ক্লপের দলের দাপট। কোয়ার্টার-ফাইনালে লেস্টার সিটিকে হারাতে ঘাম ছুটেছে তাদের। এফএ কাপের ম্যাচে শ্রুসবুরিকে বড় ব্যবধানে হারিয়ে কক্ষপথে ফেরার ইঙ্গিত দিলেও এবার ঘরের মাঠে হোঁচট খেলো লিভারপুল। ইংলিশ লীগ কাপে সেমিফাইনালের প্রথম লেগে ১০ জনের আর্সেনালকেও হারাতে পারেনি তারা। বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দ্বিতীয় লেগের খেলা এমিরেটস স্টেডিয়ামে আগামী ২১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০১৫ সালে ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের দায়িত্ব নেয়ার পর এই ম্যাচের আগ পর্যন্ত দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে যেকোনো প্রতিপক্ষের হিসেবে আর্সেনালের বিপক্ষে সবচেয়ে বেশি ৪৩টি গোল করেছিল। তবে বৃহস্পতিবার রাতে প্রায় পুরোটা সময় ১জন কম নিয়ে খেলা আর্সেনালের জাল একবারের জন্যও ভেদ করতে পারেনি লিভারপুল। দশ জনের দলের বিপক্ষে লিভারপুলের দাপটও ছিল বেশ। গোটা ম্যাচে ৭৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ১৭টি শট নেয় অলরেডরা। অপরদিকে মাত্র ২১ শতাংশ বল দখলে রাখা আর্সেনাল শট নেয় ৩টি। শুরুতেই এগিয়ে যেতে পারতো লিভারপুল। আর্সেনাল গোলরক্ষক অ্যারন রামসডেল সতীর্থের ব্যাকপাস ধরে শট নেন, বল সামনে ছুটে আসা প্রতিপক্ষের জর্ডান হেন্ডারসনের গায়ে লেগে গোলের দিকে চলে যায়। বল লক্ষ্যে না থাকায় বেঁচে যায় গানাররা। ২৪তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল। নিজেদের ডি-বক্সের বাইরে দিয়োগো জোতার বুকে বুট দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন গ্রানিত জাকা। আর্সেনালের জার্সিতে এ নিয়ে পঞ্চমবার লাল কার্ড দেখলেন জাকা। ২০১৬ সালের মে মাসে দলটিতে যোগ দেন তিনি। এই সময়ের মধ্যে প্রিমিয়ার লীগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ লাল কার্ড দেখলেন জাকা। ৭১তম মিনিটে গিয়ে ম্যাচে প্রথম লক্ষ্যে শট নেয় আর্সেনাল। প্রতি-আক্রমণে সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে শট নেন বুকায়ো সাকা। তবে ইংলিশ ফুটবলারের দুর্বল শট সহজেই প্রতিহত করেন আলিসন। ৮৫তম মিনিটে একটি দারুণ সুযোগ নষ্ট করে লিভারপুল। বাঁ থেকে সতীর্থের ক্রস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়েও প্রয়োজনীয় হেড করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড জোতা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফাঁকায় বল পেয়ে ১০ গজ দূর থেকে উড়িয়ে মারেন মিনামিনো।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech