প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২
বিনোদন ডেস্ক::মাসখানেক আগেই ভিকি-ক্যাটরিনার চার হাত এক হয়েছে। রাজকুমার এবং পত্রলেখাও নতুন সংসার নিয়ে বেজায় ব্যস্ত। আবার বি টাউনে বাজতে চলেছে বিয়ের সানাই। শোনা যাচ্ছে, বলিপাড়ার বাঙালি অভিনেত্রী মৌনী রায় গাঁটছড়া বাঁধতে চলেছেন। সব ঠিকঠাক থাকলে প্রেমিক সুরজ নাম্বিয়ার সঙ্গে আগামী ২৭শে জানুয়ারি নতুন জীবন শুরু করতে চলেছেন তিনি। সুরজ নাম্বিয়ার সঙ্গে চলতি বছরেই যে বিয়ে করতে চলেছেন মৌনী, তা জানা গিয়েছিল আগেই। তবে কোথায় বসবে বিয়ের আসর, তা নিয়ে টানাপড়েন চলছিল। কেউ কেউ বলছিলেন দুবাইতে নাকি বঙ্গতনয়া বিয়ে করবেন। তবে এখন শোনা যাচ্ছে, দুবাই নয়। গোয়ায় সমুদ্র সৈকতেই বিয়ের অনুষ্ঠান হবে। পাঁচতারা হোটেলও বুক হয়ে গেছে। সেখানেই থাকবেন অভিনেত্রী, দুই পরিবারের লোকজন ও অতিথিরা। বিয়ের থিম রঙ সাদা। ওইদিন সকলেই সাজবেন সাদা রঙের পোশাকে। গোটা ভারতজুড়ে ক্রমশ থাবা চওড়া হচ্ছে করোনার। হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে বিয়ের আমন্ত্রিতদের তালিকায় কিছুটা কাটছাঁট করতে হচ্ছে অভিনেত্রীকে। তবে শোনা যাচ্ছে করণ জোহর, একতা কাপুর, অশিকা গোরাদিয়াসহ একঝাঁক বলি তারকা আমন্ত্রিতের তালিকায় রয়েছেন। বিয়ের আসরে অংশ নেয়ার ক্ষেত্রে আমন্ত্রিতদের মানতে হবে কড়া কোভিডবিধিও। প্রত্যেককে অবশ্যই সঙ্গে রাখতে হবে জোড়া টিকাকরণের সার্টিফিকেট। মৌনীর জন্ম বেঙ্গালুরুতে। তবে তার প্রয়াত বাবা অনিল রায় কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। মা ছিলেন শিক্ষিকা। বঙ্গতনয়া টেলিভিশনেই ক্যারিয়ার শুরু করেছিলেন। ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কস্তুরী’, ‘দেবো কা দেব মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। তবে জনপ্রিয়তা দেয় ‘নাগিন’। সুযোগ আসে ছবিতে কাজের। অক্ষয়ের বিপরীতে ‘গোল্ড’ দিয়েই বড়পর্দায় অভিষেক মৌনীর। ‘রোমিও আকবর ওয়াল্টার’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেন। রাজকুমারের বিপরীতে ‘মেড ইন চায়না’ এবং নওয়াজউদ্দিনের সঙ্গে ‘বোলে চুড়িয়া’ ছবিতে দেখা যায় লাস্যময়ীকে। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মৌনী।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech