আজ থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২

আজ থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু

বিনোদন ডেস্ক :: বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র নিয়ে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে সেমিনার, মাস্টারক্লাস ও সম্মাননা প্রদান। বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
এবারের উৎসবে মোট ৭টি ভেন্যুতে প্রদর্শনী চলবে। মূল ভেন্যু বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যশালা মিলনায়তন এবং চিত্রশালা মিলনায়তন। জমা পড়া ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেছে। এর মাঝে রয়েছে অস্কার, কান, সানড্যান্স, বার্লিন, বুসানসহ অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৭০টি চলচ্চিত্র।
সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় এবার যৌথভাবে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন মানজারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। এবারের উৎসব বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

0Shares