উজির মিয়ার মৃত্যুর ঘটনায় বিচারের আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২২

উজির মিয়ার মৃত্যুর ঘটনায় বিচারের আশ্বাস পরিকল্পনামন্ত্রীর

সুনামগঞ্জ প্রতিনিধি :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, আমরা চাই না কোনো নাগরিকের ওপর কেউ অন্যায়-অত্যাচার করুক। এটা বিধান নয়। যদি কোনো মহল বাড়াবাড়ি করে থাকে, তবে তাদের বিচার করার বিধান আছে। আমাকে গায়ের জোরে বিচার করতে হবে না। আইনে বলা আছে কীভাবে বিচার হবে। আমরা সেটা ফলো করব। ধৈর্য্য এবং ইনকোয়ারি এই দুইটা জিনিস আমাদের দরকার। এটা সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা সবাই সাবধান থাকব, ধৈর্য্য ধরব।
শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠা উজির মিয়ার বাড়িতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী উজির মিয়ার স্বজনদের সঙ্গে কথা বলেন।
তদন্ত কমিটি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনের সঙ্গেই কথা বলব। তারা সময় নিয়েছেন, আমি জানতাম না। কালকে দেখা হলে কথা বলব। প্রয়োজনে সময় দেওয়া লাগবে। এটা পাওয়ার পরে দেখে-বুঝে মুভ করার মতো হলে আমি ইমিডিয়েটলি মুভ করব। বিষয়টি অবশ্যই সরকারের উচ্চপর্যায়ের নজরে আনা হবে। এটা নিশ্চিত থাকেন।
পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশের প্রতি বলব, আইন মতো চলুন। আইন আমরা বানাইনি। ব্রিটিশ আমল থেকেই আইন আছে। সেখানে বলা আছে কী, কখন করতে হবে। যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে সেটার বিচারের বিধানও আইনেই আছে। আমি ম্যাজিস্ট্রেট বা উকিল নই, আমাকে দেখে বুঝে এটা করতে হবে।
মন্ত্রী বলেন, পরিষ্কার একটা কথা জেনে রাখেন- এ ঘটনা লুকানোর কোনো ইচ্ছা সরকারের বা আমার নেই। প্রয়োজনও নেই। আপনাদের এমপি হিসেবে বলছি, একটা উচিত বিচার যাতে হয়, খোঁজ-খবর নিয়ে সে ব্যবস্থা আমি করব। পুলিশ হোক আর অফিসার হোক, কেউ যদি বাড়াবাড়ি করে তার বিচার আমরা আইনের মাধ্যমেই করব।

0Shares