ডিজিটাল আইনের মামলা : অব্যাহতি পেলেন একাত্তরের কথা’র সম্পাদক-প্রকাশক ও সাংবাদিকরা

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২২

ডিজিটাল আইনের মামলা : অব্যাহতি পেলেন একাত্তরের কথা’র সম্পাদক-প্রকাশক ও সাংবাদিকরা

ডায়াল সিলেট ডেস্ক :: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি পেলেন সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ট্যাবলয়েড দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক নজরুল ইসলাম বাবুলসহ অন্য সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেটের সাইবার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল কাশেম মামলা থেকে তাদেরকে অব্যাহতি প্রদান করেন। বিবাদি পক্ষের আইনজীবী মো. ইকবাল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বাদির অভিযোগের সত্যতা মিলেনি। তাই আদালত সবাইকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
এসময় আদালতে উপস্থিত ছিলেন বিবাদি পক্ষের আইনজীবী মো. ইকবাল হক চৌধুরী ও নজরুল ইসলাম, বিবাদিদের মধ্যে একাত্তরের কথা’র বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, সিনিয়র সাব-এডিটর মো. মোহিদ হোসেন, চিফ ফটোজার্নালিস্ট এস এম সুজন, স্টাফ রিপোর্টার জিকরুল ইসলাম, কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অনুপসহ অন্য সাংবাদিকবৃন্দ।
একাত্তরের কথায় প্রকাশিত একটি সংবাদের প্রক্ষিতে ২০২০ সালের ৪ ডিসেম্বর কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম শাহপরাণ থানায় মামলাটি দায়ের করেছিলেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ