যেভাবে গ্রেফতার করা হয় আমিনকে

প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২২

যেভাবে গ্রেফতার করা হয় আমিনকে

ডায়াল সিলেট ডেস্ক :: সিলেটে কানাডা-রোমানিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে প্রায় তিন শ’ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সেই প্রতারক আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার থেকে তাকে গ্রেফতার করে সিলেট কোতোয়ালি মডেল থানাপুলিশের একটি দল।
আমিনুর রহমান নগরীর জিন্দাবাজারস্থ হক সুপার মার্কেটে অবস্থিত ‘আমিন রহমান ট্রাভেলস’র মালিক ও সুনামগঞ্জ জেলার ছাতক থানার নিজগাঁওয়ের তোফাজ্জল আলীর ছেলে। নগরীর শাহজালাল উপশহরস্থ জি ব্লকের ৪নং রোডের ৯৬নং বাসায় থাকতেন তিনি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগের দিনই আমরা তার বিষয়ে খবর পাই এবং কাজ শুরু করে দেই। মামলা দায়েরের পর তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন বলে আমরা গোপন সূত্রে খবর পাই। এ খবরের ভিত্তিতে আমার সকল এয়ারপোর্টসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ইনফর্ম করে রাখি। তাই তিনি ঢাকা এয়ারপোর্ট হয়ে দেশের বাইরে যেতে পারেননি। যেতে না পেরে আমিন সিলেটে ফিরে আসছিলেন। তাকে আমরা ফলো করছিলাম। পরে বেলা ২টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার থেকে তাকে গ্রেফতার করি। তাকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করবো। প্রয়োজনে রিমান্ডে নেওয়ার আবেদন করবো আদালতে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ