বারাকা ওয়েলফেয়ার ওরগ্যানাইজেশন ইউকে উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২২

বারাকা ওয়েলফেয়ার ওরগ্যানাইজেশন ইউকে উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

মনজু বিজয় চৌধুরী॥ বারাকা ওয়েলফেয়ার ওরগ্যানাইজেশন ইউকে এর পক্ষ থেকে স্বাবলম্বী করার লক্ষে ১০টি সেলাই মেশিন ১০জন মহিলাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
মৌলভীবাজার শিশু কানন স্কুলে বিকাল ৩টায় এ উপহারটি হাতে তুলে দেন শিশু কানন স্কুলের প্রতিষ্ঠাতা মায়া ওয়াহিদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বারাকা ওয়েলফেয়ার ওরগ্যানাইজেশন ইউকে এর সদস্য মীর্জা সুয়েল বেগ,সাজ্জাদুর রহমান পিন্টু,সৈয়দ রেদওয়ান আহমদ,মোস্তফা মিয়া।

0Shares