মনজু চৌধুরী: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ এবং আন্তজার্তিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে “কইন্যা-নারীদের হাট ”এর কেক কেটে শুভ উদ্ধোধন করা হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার লেডিস ক্লাব ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের সহযোগীতায় নারীদের হাটের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধনের সভাপতিত্বে এবং ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের কাম-কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম অভির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে,৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন প্রমূখ। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে “কইন্যা-নারীদের হাট ”এর শুভ উদ্ধোধন করেন। কইন্যা-নারীদের হাটে স্টল দিতে আসা তুলি আক্তার জানান,তিনি অনলাইনে ব্যবসা করেন। এখন এই হাটেও তিনি তার তৈরি জিনিস বিক্রি করতে পারবেন। তাতে তার আয় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য,সপ্তাহে দুইদিন এই হাট বসবে। অনেক নারী আছেন যারা ভালো ছবি আঁকেন, ভালো ফসল উৎপাদন করেছেন অথবা ভালো সেলাই করেন কিংবা ভালো পায়েস বা মিষ্টি জাতীয় খাবার বানাতে পারেন,কিন্তু পণ্য বিক্রি করতে পারছেন না,তারা এই হাটে বিক্রি করতে পারবেন।