সাংবাদিক ও আইনজীবী আবুল কালাম জিলা আর নেই

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

সাংবাদিক ও আইনজীবী আবুল কালাম জিলা আর নেই

মনজু চৌধুরী॥ মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম জিলা আর নেই (ইন্নালিল্লহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের নামাজে জানাযা ৯ মার্চ বুধবার বেলা ৩টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আবুল কালাম জিলা বুধবার সকাল ৬ টার দিকে সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজন রেখে গেছেন। অ্যাডভোকেট আবুল কালাম জিলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আবুল কালাম জিলা সাংবাদিক ও আইনজীবী ছিলেন। তিনি কর্মজীবনে অতিরিক্ত সরকারী কৌশুলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক খবরের সাবেক জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়া মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্যও ছিলেন। মৌলভীবাজার প্রেসক্লাবে বেলা আড়াইটার দিকে প্রাঙ্গণে আবুল কালাম জিলার মরদেহ রাখা হয়। সেখানে তাঁকে সম্মান জানান সাংবাদিকসহ সর্বস্থরের মানুষ। পরে বেলা ৩ টায় প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় নিজ বাড়ি কদমহাটা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

0Shares