ঢাকার সাভারে তিন বছরের শিশু জামেলাকে সড়ক থেকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন এক নারী। ঘটনার প্রায় ৩৭ ঘণ্টা পর স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ওই শিশুকে উদ্ধার করেছে সাভার মডেল থানা–পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পারভীন আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার পারভীন আক্তার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। তিনি সাভার পৌরসভার কোর্টবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।
শিশু জামেলাকে উদ্ধারে সহায়তা করেন সাংবাদিক আবদুস সালাম। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি জানতে পারেন, সাভারের নামাবাজার এলাকায় দুলাল নামের এক ব্যক্তির বাড়িতে চুরি যাওয়া শিশুটি রয়েছে। পরে সেখানে গিয়ে জানতে পারেন, পারভীন নামে এক নারীর কাছে ওই শিশু আছে। পরে তিনি পারভীনকে মুঠোফোনে ১০ হাজার টাকার বিনিময়ে জামেলাকে ফেরত দেওয়ার প্রস্তাব দেন।
পারভীন এই প্রস্তাবে রাজি হয়ে রাত একটার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকায় আসতে বলেন। পরে আবদুস সালাম স্থানীয় কয়েকজনকে নিয়ে পারভীনের দেওয়া ঠিকানায় যান। সেখানে আড়াল থেকে তাঁরা পারভীনসহ ওই শিশুকে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জামেলাকে উদ্ধার করে এবং পারভীনকে গ্রেপ্তার করে।
জামেলার মা শিলা বেগম বলেন, ‘সাংবাদিক ও পুলিশ ভাইদের সহযোগিতায় আমার মেয়েকে ফিরে পেয়েছি। আশা করি, এ ঘটনায় পারভীনের কঠিন শাস্তি হবে।’
ওসি কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে পারভীনকে আদালতে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার দুপুর ১২টার দিকে জামেলা সাভারের থানা রোডের একটি সুপারশপের সামনে খেলছিল। এ সময় বোরকাপরা অজ্ঞাতনামা এক নারী জামেলাকে নিয়ে পালিয়ে যান। পরে সিসিটিভি ফুটেজ দেখে ওইদিন বিকেলেই শিশুর মা শিলা বেগম সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *