প্রকাশিত: ৮:২০ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২২
আন্তজাৃতিক ডেস্ক;:ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির অসংখ্য নাগরিক দেশ ছেড়েছেন। এমন এক মুহূর্তে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে দু’দিনের সফরে গিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের শরণার্থীদের সঙ্গে দেখা করে তাদের দুরবস্থার কথা শোনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ বলে কটাক্ষ করেছেন তিনি। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়ঃ বাইডেনের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- ইউক্রেনীয় শরণার্থীদের দেখার পর পুতিনকে তার কি মনে হয়। ওই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, পুতিন একটা কসাই। শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভের সঙ্গেও দেখা করেছেন বাইডেন। এর আগে বাইডেনের পোল্যান্ড সফর নিয়ে হোয়াইট হাউজ এক প্রেস বিবৃতিতে বলে- রাশিয়া অনৈতিকভাবে, বিনা প্ররোচনায় ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। যার ফলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবিক সঙ্কট দেখা দিচ্ছে।
ডায়ালসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech