স্পোর্টস ডেস্ক :: দীর্ঘদিন পর সিলেটে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফিফার এই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা। করোনাভাইরাস পরবর্তী সিলেট ভেন্যুতে এই প্রথম আন্তর্জাতিক অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেটের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে গতকাল রোববার দুপুরে সিলেট এসে পৌঁছেছে মঙ্গোলিয়ার ফুটবল দল। এর আগে শুক্রবার সিলেট পৌছে অনুশীলন করছে বাংলাদেশের জাতীয় ফুটবল দল।
রোববার জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে ম্যাচ ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাফুফের নির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম। তিনি বলেন, দীর্ঘদিন পর সিলেটে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আশা করি সিলেটের ফুটবল প্রেমি মানুষ ম্যাচটি দেখবে। মাঠটি আন্তর্জাতিক মানের করে প্রস্তুত করা হয়েছে। ম্যাচ সফল করতে প্রচারণাও করা হবে।’
সিলেট জেলা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় ২০ হাজার। ১৭ হাজার টিকিট করা হয়েছে। প্রয়োজনে বাড়ানো হবে। একশ’ টাকা দিকে দর্শকরা খেলা উপভোগ করতে পারবে। দর্শকদের জন্য টিকেটের উপর মোটরসাইকেলসহ পুরস্কারও থাকবে। ম্যাচটি উপভোগ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিত চৌধুরী, গোলাম জাবির চৌধুরী জাবু, শহিদ আহমদ চৌধুরী জুয়েল, মাসুক মিয়া, সিরাজ উদ্দিন ও মাহিয়ান চৌধুরী মাম্মী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *