কুলাউড়ায় রেল কলোনিতে তিনটি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

কুলাউড়ায় রেল কলোনিতে তিনটি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

কুলাউড়া রেলওয়ে স্টেশন কলোনিতে বসতঘরের রান্নার চুলার আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে তিনটি পরিবারের প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার ২৮ মার্চ দুপুরে সাড়ে ১২টায় দক্ষিণ রেলওয়ে কলোনিতে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৮ মার্চ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ রেলওয়ে কলোনির বাসিন্দা নাছিমা বেগমের ঘরে হঠাৎ আগুন ধরে যায়। তখন পার্শ্ববর্তী ঘর আব্দুল মান্নান ও হাবিবুর রহমানের আংশিক ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় রেলওয়ে ও কুলাউড়া থানা পুলিশ সহযোগীতা করে।

নাছিমা বেগম জানান, দুপুরে রান্নার জন্য চুলায় আগুন ধরাতে যাই। এসময় হঠাৎ করে আমার রান্নাঘরের চুলা থেকে আগুন ধরে যায়। আগুনে আমার অনেক ক্ষতি হয়েছে।

কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলেয়মান আহমদ বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

0Shares