প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০২২
ডায়াল সিলেট ডেস্ক :: ২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারা দেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের অবশ্য পালনীয় হিসেবে বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। নির্দেশনার মধ্যে কেন্দ্রে মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখা হবে। হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ কোন ধরনের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষেধ। কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত সকল ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনেই এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে। আর সাড়ে ৯টায় গেট বন্ধ করে দেওয়া হবে। সাড়ে ৯টার পর কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।’
আহসান হাবীব আরও বলেন, ‘আমাদের প্রশ্নপত্র প্রণয়ন এতটাই গোপনীয়তার সঙ্গে হয় যে এটা কোনোভাবেই ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। কেউ যদি এ ধরনের কোনো তথ্য ছড়ায় তাহলে সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা আমাদের জানান। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech