দক্ষিণ আফ্রিকা থেকে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। পরিবারের একাধিক সদস্য অসুস্থতার খবর পেয়ে জরুরি ভিত্তিতে দেশে আসা সাকিবের। তখন নিশ্চিত ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব না খেললেও দ্বিতীয় টেস্টে খেলবেন।
কিন্তু শেষ পর্যন্ত সেটাও সম্ভব হচ্ছে না। আজ রাতে পারিবারিক কারণে তাঁকে যুক্তরাষ্ট্র যেতে হচ্ছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। তার পরিবারের সদস্যরা হাসপাতাল ছাড়লেও ক্যানসারে আক্রান্ত শাশুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। তার স্ত্রী শিশির মায়ের কাছেই থাকেন। আর ছেলেমেয়েদের দেখাশোনা করেন সাকিব। আবার যুক্তরাষ্ট্রে বাচ্চাদের স্কুলও খুলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে যাওয়ার মতো শারীরিক সক্ষমতাও নেই শাশুড়ির। সে ক্ষেত্রে বাচ্চাদের নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে।’
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে সাকিবের মা, তিন সন্তান ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যে কারণে ওয়ানডে সিরিজ খেলেই সাকিবকে দেশে ফিরতে হয়।