মনজু চৌধুরী॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মৌমিন এর পরিবার পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১ এপিল বিকালে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন, সাবেক সিভিল সার্জন ডাঃ শফিকুর রহমান। শহরের কাশিনাথ সড়কের স্থায়ী বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মৌমিন এর পরিবারের পক্ষ থেকে ১৫০ পরিবারের মধ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সাংবাদিক আজাদুর রহমান আজাদ এর সভাপতিত্বে ও মামুনুর রশিদ মামুন এর সার্বিক তত্বাবর্ধানে ও পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাঁশ চৌধুরী, ১ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জজ আদালতের এপিপি এ্যাডভোকেট পার্থ সার্রথী পাল, এ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, সাবেক ছাত্রনেতা কানাডা প্রবাসী সুহেলুজ্জামান খান প্রমুখ।
সেহরি ও ইফতার সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ প্রদান করা হয়। সেহরি,ইফতার সামগ্রী ও নগদ অর্থ পেয়ে উপকাভোগীরা আব্দুল মৌমিন ও তাহার পরিবারের জন্য দোয়া করেন।
