প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২২
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু অনকোলজি ও হেমাটোলজি বিভাগ চালু করা হয়েছে। এছাড়া হাসপাতালে নতুন আরো দুটি সার্জারি ওয়ার্ডও চালু করা হয়েছে।
রবিবার সকালে হাসপাতালের মেডিসিন স্টোর স্থানান্তর করে সেখানে নতুন আরেকটি পুরুষ সার্জারি ওয়ার্ড (৩১ নম্বর ওয়ার্ড) চালু করা হয়। এছাড়া নতুন আরেকটি মহিলা সার্জারি ওয়ার্ড (৫ নম্বর ওয়ার্ড) চালু করা হয়েছে।
এর আগের দিন শনিবার সকালে চালু করা হয় শিশু অনকোলজি ও হেমাটোলজি বিভাগ।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভুইয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী, গাইনী এন্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা. নাসরিন আক্তার, হাসপাতালের উপ পরিচালক ডা. আবদুল গফ্ফার, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, আবাসিক সার্জন ডা. মো. রাশেদ আশরাফসহ সকল আবাসিক সার্জন ও বিভিন্ন বিভাগের প্রধান এবং চিকিৎসকরা।
এছাড়াও উপস্থিত ছিলেন- বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech