মনজু চৌধুরী॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ পুলিশ দুটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ করে। এ লক্ষে জেলার ৭ থানায় ৭টি গৃহহীন পরিবারকে বাড়ি নির্মান করে দিল পুলিশ।
বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রত্যক্ষ তত্বাবধানে দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু এবং গৃহহীন অসহায় মানুষের জন্য টেকসই গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
১০ এপ্রিল সকাল ১১ টায় আইজিপি ড. বেনজীর আহমেদ এর উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভার্চুয়ালী এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় মৌলভীবাজার সদর মডেল থানা থেকে ভার্চুয়ালী যুক্ত হন জেলা পুলিশের উর্থতন কর্মকর্তাগন।
সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে জেলার সাতটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালু হয়েছে। সাত থানার অফিসার ইনচার্জগণের মাধ্যমে সাতটি গৃহহীন পরিবারের কাছে আধুনিক সুবিধাসম্পন্ন পরিবেশবান্ধব ও টেকসই বাড়ি নির্মাণ করে তা হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *