ডায়াল সিলেট ডেস্ক :: সিনিয়র জুনিয়র নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নাজিম আহমদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেইটের সামনে এ ঘটনা ঘটে ।

নিহত নাজিম আহমদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নাজিম পেশায় হোটেল শ্রমিক এবং তিনি নগরীর দরগাহ মহল্লার থাকতেন।স্থানীয়রা বলছে, রাত সাড়ে ৯টার সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেইটের সামনে কয়েকজন যুবকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে নাজিম আহমদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনাস্থলের আশপাশ থেকে একজনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে তাৎক্ষণিক তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলে থাকা সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় যাকে আটক করা হয়েছে তাঁর নামে থানায় আরও মামলা আছে। তদন্তের মাধ্যমে এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *