দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করা শরীফুল ইসলাম হঠাৎই টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। গোড়ালিতে ইনজুরি ধরা পড়লেও সেটা সেরে গিয়ে নতুন সমস্যার উদয় হয়েছে। যে কারণে যুব বিশ্বকাপজয়ী এই তরুণ পেসারকে অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে। এ মাসের শেষেই তার সিঙ্গাপুর যাওয়ার কথা। সেখানেই হবে অস্ত্রোপচার।
শরীফুল ইসলাম ভুগছেন মূত্রনালির সমস্যায়। আজ নিজের চিকিৎসার আপডেট নিয়ে সাংবাদিকদের শরীফুল বলেন, ‘২৫-২৬ তারিখের মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব। ‘ আগামী মাসের মাঝামাঝি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। তবে অস্ত্রোপচার হলে শরীফুলের এই সিরিজে খেলা হচ্ছে না বললেই চলে। শরীফুল যদিও আশাবাদী, ‘দেখা যাক এখন অস্ত্রোপচারের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে জলদি সুস্থ হওয়ার। ‘

সাম্প্রতিক সময়ে নিজ যোগ্যতায় জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শরীফুল। দারুণ ফর্মেও আছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন ওয়ানডেতে নিয়েছেন ৩ উইকেট। কিন্তু অস্ত্রোপচার হলে সেই ছন্দ ফিরে পাওয়া মুশকিল হবে তা জানেন শরীফুল, ‘এটা তো অবশ্যই ছন্দ ফিরে পেতে একটু কষ্ট হবে। তবু চেষ্টা থাকবে যেন জলদি ছন্দ ফিরিয়ে আনা যায়। সব বোলাররাই চাইবে এটা দ্রুত ফেরাতে, আমিও চাইব। ‘

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *