স্পোর্টস ডেস্ক:: মোহনবাগান ও ঢাকা আবাহনীর ম্যাচটি নিয়ে দুই বাংলায় বেশ আলোচনা হচ্ছে। কলকাতার বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার দুই বাংলার বিখ্যাত ক্লাব মুখোমুখি হবে। কলকাতার ফুটবলপ্রেমীরা সেই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে।
১২ এপ্রিল শ্রীলঙ্কার ব্লু স্টারের বিপক্ষে খেলেছিল মোহনবাগান। সেই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ২৮ হাজার ৭৭৩ জন৷ আগামীকাল সেই সংখ্যা আরো বেশি হওয়ার কথা বললেন মোহনবাগানের কোষাধ্যক্ষ উত্তম,’ বাংলাদেশের ফুটবলের প্রতি ভারতীয়দের বিশেষ টান সব সময়ই রয়েছে। যে জিতবে সে যাবে এএফসি কাপের মুল পর্বে ফলে বাড়তি টান টান উত্তেজনা ম্যাচকে ঘিরে। ‘
আবাহনীর ম্যাচে দর্শক যেন বেশি হয় এজন্য মোহনবাগান টিকিটের দামও কমিয়ে দিয়েছে। মাত্র ১০০ রুপি দিয়েও জীবন-প্রীতম কোটাল দ্বৈরথ দেখা যাবে। আগের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৩০০ রুপি৷

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *