মনজু চৌধুরী॥ মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারে ১৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এসময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২২ এপ্রিল শুত্রুবার এসময়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন ও তিনি পরীক্ষা পরিচালনার সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
সারা দেশের মতো মৌলভীবাজারেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা সদরে ১৩ টি, শ্রীমঙ্গলে ৫ ও রাজনগরে ১টিসহ মোট ১৯ টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মৌলভীবাজার জেলায় ১৩,৩৭২ জন পরীক্ষার্থী আবদেন করে ৯,২৬৯ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *