মৌলভীবাজার ২৫০ শয্যা  হাসপাতালে ভারতের দেয়া কার্ডিয়াক এম্বুলেন্সের উদ্বোধন

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

মৌলভীবাজার ২৫০ শয্যা  হাসপাতালে ভারতের দেয়া কার্ডিয়াক এম্বুলেন্সের উদ্বোধন

মনজু চৌধুরী: মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভারতের দেয়া উপহারের অত্যাধুনিক সুবিধা সম্বলিত কার্ডিয়াক এম্বুলেন্সের উদ্ভোধন করা হয়েছে। এতে করে হৃদ রোগে আক্রান্ত রোগীরা সেবা পেতে সুবিধা হবে।
২৪ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১১ টায় এম্বুলেন্সটির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার সদর আসনের এমপি নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. কে এম হুমায়ুন কবির, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন মোর্শেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সল জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: জিয়াউর রহমান, বিএমএ সভাপতি ডা. সাব্বির হোসেন খানসহ অনেকে। এসময় অতিথিরা বলেন, কার্ডিয়াক এম্বুলেন্সটি স্বল্প খরচে বিশেষ করে হার্টের রোগীদের খুবই উপকারে আসবে।
এম্বুলেন্সটি গতবছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখে হাসপাতালে প্রেরণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। যেটি ভারত সরকারের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার স্বরুপ দেয়া হয়। এম্বলেন্সটির সকল পার্টস খোলা থাকায় সেটি চালু করতে দেরী হয়েছে বলে জানান হাসপাতালের তত্বাবধায়ক। তিনি বলেন, উত্তরা মোটরসকে জানালে তারা এসে সেটি সেটিংস করে দিয়ে যায়।
উল্লেখ্য, ভারত সরকার বাংলাদেশকে ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুলেন্স ১৩ সেপ্টেম্বর বিকেলে ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই অ্যাম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন যার একটি মৌলভীবাজারে দেয়া হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ