মনজু চৌধুরী: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মৌলভীবাজার শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সোমবার ২৫ এপ্রিল ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিলেট জোন প্রধান শিকদার মোঃ শিহাবুদ্দীন এর সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মোঃ মঈনুল হাসান খানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান।
স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ।”সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ ইমাম সমিতি মৌলভীবাজার শাখার সভাপতি মাওলানা শেখ মুহাম্মদ আব্দুল হক। কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের সহকারী অফিসার হাফিজুর রহমান এবং ইসলামী সংগীত পরিবেশন করেন ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ মুবিনুল আলম চৌধুরী।
আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে শিক্ষাবিদ, ডাক্তার, ব্যবসায়ী, আইনজীবী, প্রবাসীসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।