মৌলভীবাজারে ৭ টি উপজেলায়৪ শত ৯৫ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

মৌলভীবাজারে ৭ টি উপজেলায়৪ শত ৯৫ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ

মনজ চৌধুরী॥ আসন্ন ঈদের আগে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে সারা বাংলাদেশে আরও ৩২ হাজার ৯০৪ গৃহ ও ভূমিহীন পরিবার।  মঙ্গলবার ২৬ এপ্রিল গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই আলোকে মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায়ও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘরের দলিল পেয়েছে ৪ শত ৯৫ টি পরিবার।
২৬ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রথম ধাপে আলোচনা অনুষ্ঠান, জনপ্রতিনিধিদের বক্তব্য গ্রহণ এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন। ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রাপ্ত পরিবারবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। পরবর্তীতে অনুষ্ঠানের ২য় ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর এবং ঘরের দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন অতিথিরা।ক্তব্যে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা বলে আশাবাদ ব্যক্ত করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ