মনজু চৌধুরী॥ সিলেট র্যাব-৯,শ্রীমঙ্গলে ক্যাম্প কর্তৃক মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সকল শ্রেনীর মানুষের সাথে ঈদ আনন্দ উদযাপনের লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ক্যাম্প কমান্ডার শ্রীমংগল ক্যাম্প এর অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা জানান, আসন্ন ঈদে সকল স্তরের মানুষকে নিয়ে ঈদ আনন্দ উদযাপনের জন্য ১০০ জন অসহায় লোকজনকে চাল,চিনি, তেল,সেমাই বিলি করা হয়। ২৭ এপ্রিল বুধবার ঈদে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে জঅই -৯ সিলেট কর্তৃক এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।